পূর্ব বর্ধমান জেলা প্রশাসন যে নির্বাচনী যুদ্ধের জন্য প্রস্তুত তার প্রমাণ মিলল সোমবার। গোটা দেশে আগামী লোকসভা নির্বাচনে প্রতিটি বুথেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সঙ্গে ভিভি প্যাট (ভোটার-ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল) যন্ত্র ব্যবহার করা হবে বলে প্রাথমিকভাবে তা ঠিক হওয়ায় পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হল ওই যন্ত্রের কার্যকারিতা নিয়ে প্রশিক্ষণ শিবির।
এদিন জেলা শাসকের দফতরে সরকারি কর্মীদের ভিভি প্যাট নিয়ে প্রশিক্ষণ দেওয়ার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হল। প্রশিক্ষণ শিবিরের সূচনা করেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। ভোট দেওয়ার পর ইভিএমের ব্যালট ইউনিটে ঠিকমত তা রেকর্ড হল কিনা তা ভোটার নিজেই দেখতে পাবেন এই ভিভি প্যাট যন্ত্রের মাধ্যমে। জেলাশাসক জানান জেলা প্রশাসনের দফতরে প্রশিক্ষণ শিবিরের পাশাপাশি জেলার প্রতিটি ব্লকেই এই প্রশিক্ষণ দেওয়া হবে।
উল্লেখ্য, ভোটারদের পছন্দের জায়গায় ভোট পড়ল কি না, তা যাচাই করে নেওয়ার জন্য এই ভিভি প্যাট ব্যবহার করা হয়। এর জন্য ভোটাররা বেশ কিছুটা সময়েও পান ভোট দেওয়ার সময়৷ বোতাম টেপার পর ভোটাররা পাশের এলসিডি স্ক্রিনে দেখতে পান তাঁদের ভোট সঠিক চিহ্নে পড়ল কী না৷ কোন সময় যদি ইভিএমের ভোট নিয়ে বিতর্ক হয় তবে এই ভিভি প্যাট যন্ত্রে ভোট গণনার সুযোগ থাকবে।