ভোটার তালিকায় নাম তোলার বিষয়ে সচেতনতা শিবির করা হল বর্ধমানের শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায় মূক ও বধির বিদ্যালয়ে। ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে পড়ুয়াদের মাধ্যমে সমাজে সচেতনতা তৈরি করতে উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে তালিকায় সংযোজন ও বিয়োজনের কাজ।
বৃহস্পতিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোটার তালিকায় নাম তোলার বিষয়ে সচেতনতা শিবির করা হয় শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায় মূক ও বধির বিদ্যালয়ে। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (নির্বাচন) অরিন্দম নিয়োগী নির্বাচনী আধিকারিক উৎপল কুমার ঘোষ প্রমুখ। এদিনের এই শিবিরে ১৮ পার করা বেশ কিছু পড়ুয়া নাম তোলে ভোটার তালিকায়।
Like Us On Facebook