বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবস পালিত হল বর্ধমানের টাউনহলে। এদিনের অনুষ্ঠানটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। পূর্ব বর্ধমান জেলা নির্বাচন দপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় এই অনুষ্ঠান।

এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে স্মারক হিসাবে দশ জন নতুন ভোটারের হাতে সচিত্র ভোটার পরিচয় পত্র তুলে দেন জেলাশাসক এবং এই কার্ডের গুরুত্ব সম্পর্কে তাদের অবহিত করেন। সচিত্র ভোটার কার্ড পেয়ে খুশি নতুন ভোটাররা। এবছর জেলায় নতুন ভোটারের সংখ্যা ১ লক্ষ ৫ হাজার তারমধ্যে ১৮ থেকে ১৯ বছরের ভোটার সংখ্যা প্রায় ৬৫ হাজার।এ পর্যন্ত জেলার মোট ভোটার সংখ্যা প্রায় ৩৮ লক্ষ। জানা গেছে, বিভিন্ন এপিক সেন্টার থেকে আগামী দু’সপ্তাহের মধ্যে নতুন ভোটারদের কার্ড দেওয়া শুরু হবে।

দুর্গাপুরের নামো সগড়ভাঙায় নবদিগন্তে ভোটার দিবস উপলক্ষে দুর্গাপুরের মহকুমা শাসক শঙ্খ সাঁতরা কুষ্ঠ কলোনীর বাসিন্দাদের হাতে ভোটার কার্ড তুলে দেন। কুষ্ঠ কলোনীর কচিকাঁচারা দুর্গাপুরের মহকুমাশাসক ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।



Like Us On Facebook