কলকাতা থেকে আসানসোলগামী দ্রুতগতির ভলভো বাসের ধাক্কায় মৃত ১, আহত ১। ঘটনাটি ঘটেছে বর্ধমানের বামবটতলা এলাকায় ২ নং জাতীয় সড়কের উপর। মৃত এবং আহত দুজনেই বর্ধমান শহরের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত্রি ৮ নাগাদ বর্ধমানের বামবটতলা এলাকায় জাতীয় সড়কে অত্যন্ত দ্রুতগতিতে আসা আসানসোলগামী ভলভো বাসটি ধাক্কা মারে একটি বাইককে। ঘটনাস্থলেই মারা যান বাইক চালক, গুরুতর আহত হন বাইকে থাকা অন্য আরোহীও। দ্রুতগতি ও বাসের চালক ফোনে কথা বলাতেই দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের। পুলিশ ঘাতক বাসটিকে আটক করলেও চালক পলাতক।
Like Us On Facebook