কলকাতা থেকে আসানসোলগামী একটি রাজ্য পরিবহণ নিগমের ভলভো বাস ২ নম্বর জাতীয় সড়কের পানাগড় বাইপাসে একটি জলের ট্যাঙ্কার বাহী ট্র্যাক্টরকে সজোরে ধাক্কা মারলে ট্র্যাক্টরটি বহুদূরে ছিটকে পড়ে। ট্র্যাক্টরে কর্মরত ৩ জন গুরুতর আহত হন। বাসেরও কয়েজন যাত্রী আহত হন।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের একটি ভলভো বাস কলকাতা থেকে আসানসোল যাচ্ছিল। দ্রুতগতির বাসটি ২ নম্বর জাতীয় সড়কের পানাগড় বাইপাশে একটি জলের ট্যাঙ্কারবাহী ট্র্যাক্টরকে ধাক্কা মারে। ট্যাঙ্কারটি জাতীয় সড়কের ডিভাইডারে গাছে জল দেওয়ার কাজ করছিল। ভলভো বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে ট্র্যাক্টরটিকে ধাক্কা মারলে সেটি বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে। এই ঘটনায় জল দেওয়ার কাজে নিযুক্ত তিন কর্মী আহত হন। ভলভো বাসটির বেশ কয়েকজন যাত্রীও অল্পবিস্তর আহত হন। বুদবুদ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসাতালে পাঠায়। পুলিশ ভলভো বাস ও ট্র্যাক্টরটিকে আটক করেছে বলে জানা গেছে। এই ঘটনায় বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল বন্ধ ছিল পরে পুলিশ রাস্তা যানজট মুক্ত করে।