বর্ধমান উত্তরের বিধায়ক নীশিথ মালিককে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ বিধায়ক। শুক্রবার বর্ধমান ২ নং ব্লকের করুই গ্রামে বঙ্গধ্বনি যাত্রার প্রচারে যান বর্ধমান উত্তরের তৃণমূল বিধায়ক নিশীথ মালিক। সেখানেই তিনি গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন।
গ্রামবাসীদের অভিযোগ, বিগত ৫ বছরেও এলাকায় বিধায়কের দেখা পাওয়া যায় নি। এলাকার রাস্তাঘাট, পানীয় জলের দাবি গ্রামবাসীদের পক্ষ থেকে জানানো হলেও বিধায়ক এবং তৃণমূলের নেতৃত্বদের পক্ষ থেকে কোনো ভুমিকা গ্রহণ করা হয়নি। গ্রামে একটি উপস্বাস্থ্যকেন্দ্র আছে তাও তালা বন্ধ অবস্থায়। তালা খোলার লোক নেই।আজ শিয়রে ভোট তাই বিধায়কের এলাকায় দেখা মিলেছে। বিক্ষোভের কথা স্বীকার করে নিয়ে বিধায়কের দাবি, এই বিক্ষোভ তাঁকে ঘিরে নয়। দলের ব্লক সভাপতি, পঞ্চায়েত প্রধান ও নিচুতলার নেতৃত্বদের বিরুদ্ধে। মানুষ তৃণমূলের সাথেই আছে।