মদ খেয়ে গ্রামের মহিলাদের উত্যক্ত করার প্রতিবাদে লাইসেন্স প্রাপ্ত মদের দোকানে ভাঙচুর করলো গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে রবিবার পূর্ব বর্ধমানের বৈকুন্ঠপুর ১ পঞ্চায়েতের হীরাগাছি কুলাড়ি গ্রামে। মদের দোকানে ভাঙচুরের পাশাপাশি মদের দোকানে তালা লাগিয়ে দেয় ক্ষুদ্ধ গ্রামবাসীরা।

হীরাগাছি কুলাড়ি গ্রামের বাসিন্দাদের অভিযোগ, শনিবার রাতে কয়েকজন মহিলা আমড়া গ্রামে বিয়ের অনুষ্ঠান সেরে ফিরছিলেন। সেই সময়ে মদের দোকান থেকে কয়েকজন মদ্যপ মহিলাদের উত্যক্ত করে। রবিবার সকালে গ্রামবাসীরা দোকানের মালিককে ওই জন্য দোকান বন্ধ করতে বলেন। কিন্তু দোকান বন্ধ না হওয়ায় ক্ষুব্ধ বাসিন্দারা রবিবার সন্ধ্যায় একত্রিত হয়ে ভাঙচুর করে। ঘটনাস্থলে বর্ধমান থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Like Us On Facebook