গ্রামবাসীরা বদলি আটকালেন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকের। সোমবার কাটোয়া ২নং ব্লক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক দেবদীপ বন্দোপাধ্যায়-এর বদলির নির্দেশ জানতে পেরে চিকিৎসকের পরিষেবায় গুণমুগ্ধ গ্রামবাসীরা বিক্ষোভ প্রদর্শন করে। তাদের দাবী দেবদীপ বন্দোপাধ্যায়কে বদলি করা যাবে না। স্বাস্থ্য দফতরের বদলির সিদ্ধান্ত বাতিল করতে হবে। গ্রামবাসীরা বলেন দেবদীপ-এর অনলস প্রয়াসে ব্লক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা পরিষেবার হাল ফিরেছে। এখন আর সামান্য সমস্যায় কাটোয়া মহকুমা হাসপাতালে যেতে হয় না। তাই ঐ চিকিৎসককে বদলি করা যাবে না। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের সেবায় তিনি নিয়োজিত থাকেন।
স্থানীয় বাসিন্দা তাপস দাস জানান দেবদীপ বাবুর কাছ থেকে আমরা যে পরিষেবা পেয়েছি তা অকল্পনীয়। আগে এই স্বাস্থ্যকেন্দ্রে সামান্যতম পরিষেবাও পাওয়া যেত না। তিনি দরদ দিয়ে চিকিৎসা করেন। ফলে রোগীদের আনাগোনা সবসময় লেগেই থাকে। দেবদীপের পরিষেবা গ্রামবাসীদের আস্থা অর্জন করেছে। তাই তার বদলির কথা আমরা মানতে পারছি না। এমন চিকিৎসক পাওয়া মুসকিল।
Katwa(II) BMOH মহম্মদ মহসিন বলেন রুটিন মাফিক ওই চিকিৎসককে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। এটা সরকারি নির্দেশ আমার কিছু করার নেই। গ্রামবাসীদের এই দাবী আমি উপর মহলে জানিয়েছি।