ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস, সিপিএম ও এসইউসিআই কর্মীরা বুধবার দুর্গাপুরে বিক্ষোভ প্রদর্শন করলেন। বুধবার দুর্গাপুরের সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদ কার্যালয়ের সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। অপরদিকে এসইউসিআই কর্মীরা বুধবার সকালে দুর্গাপুরের বেনাচিতি ও সিটি সেন্টারে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন। দুই দলই দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে এদিন দুর্গাপুরে সিপিএম কর্মীরাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে ধিক্কার মিছিল বের করেন।

মঙ্গলবার কলকাতায় অমিত শাহ’র রোড শো চলার সময় বিদ্যাসগর কলেজের সামনে তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে আসানসোলের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস এবং বামেরা প্রতিবাদ মিছিল বের করেন।

বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে বুধবার পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধিক্কার মিছিল বের করা হয় বর্ধমানের বীরহাটা এলাকায়। একই সঙ্গে দাহ করা হয় নরেন্দ্র মোদী ও অমিত শাহর কুশপুতুল। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। একই ইস্যুতে এদিন বর্ধমানের কার্জন গেটে এসইউসিআই-এর পক্ষ থেকে ধিক্কার কর্মসূচি পালন করা হয়।






Like Us On Facebook