বর্ধমান শহরে বিদ্যার্থী গার্লস হাইস্কুল সংলগ্ন বাঁকা নদীর ব্রিজে বসানো লোহার বিমটি (হাইট বার) বেঁকে ঝুলে পড়ায় ব্রিজের উপর যান চলাচলে সমস্যা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, গত দুদিন ধরে বিমটি বিপজ্জনক ভাবে বেঁকে ঝুলে আছে। সেটিকে সরানো বা মেরামত করার কোন উদ্যোগ নেওয়া হয় নি। ফলে যে ব্রিজে দিনভর জ্যাম লেগেই থাকে সেই ব্রিজ এখন প্রায় ফাঁকা।
বাঁকা নদীর উপর রাধানগর ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দারা জানান, ওই ব্রিজের উপর বর্তমানে একদিকে দু’টি সমান্তরাল লোহার স্তম্ভের উপরে একটি লোহার বিম বা ‘হাইট বার’ বসিয়ে দেওয়া হয়েছে। যাতে ট্র্যাক্টর সহ অন্যান্য পণ্য বোঝাই গাড়ি কোনও ভাবেই ওই ব্রিজে উঠতে না পারে। কিন্তু রবিবার রাতে কোন পণ্য বোঝাই গাড়ি ব্রিজ পার হতে গিয়ে হাইট বারটিতে ধাক্কা মারলে সেটি বেঁকে সামনের দিকে ঝুলে পড়েছে। এর ফলে এই ব্রিজের উপর দিয়ে টোটো চলাচলও প্রায় বন্ধ। যেসব টোটোর উচ্চতা তূলনামূলকভাবে কম সেই সব টোটোই কোন রকমে ওই হাইট বারের নীচে দিয়ে যেতে পারছে। এর ফলে তেলিপুকুর বা বীরহাটার দিক থেকে রানিগঞ্জ বাজার বা স্টেশন এবং কার্জন গেটের দিকে যাওয়া বেশিরভাগ টোটো সর্বমঙ্গলা মন্দির সংলগ্ন এলাকায় থাকা ব্রিজ দিয়ে বাঁকা নদী পার হয়ে গন্তব্যে যাচ্ছে। একটু ঘুরপথে যাওয়ায় টোটো চালকরাও ১০টাকার পরিবর্তে ১৫টাকা ভাড়া হাঁকছে। অপরদিকে, ঝুলে পড়া হাইট বারকে ঠেলে তুলে তার নীচে দিয়ে গাড়ি পার করে দিতে স্থানীয় কিছু কিশোর গাড়ি পিছু ৫-১০টাকা করে নিচ্ছে বলে জানা গেছে।