শুক্রবার বাংলায় প্রথম চালু হল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের পরিষেবা। আর এই বন্দে ভারত উদ্বোধনেও বিতর্ক পিছু ছাড়ল না। এদিন হাওড়ায় উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী হাজির হতেই জয় শ্রীরাম ধ্বনি ওঠে। প্রতিবাদে মঞ্চে ওঠেননি মুখ্যমন্ত্রী। এদিন হাওড়া থেকে বন্দে ভারতে এসে শক্তিগড় স্টেশনে নামেন সুরেন্দ্রজিত সিংহ অহলুবালিয়া। এদিন প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন অহলুবালিয়া। তিনি বলেন, প্রধানমন্ত্রীর মাতৃবিয়োগের পরেও তিনি কোন অনুষ্ঠান বাতিল করেন নি। পশ্চিমবাংলায় প্রথম আমরা বন্দে ভারত ট্রেন পেলাম এটা আমাদের গর্ব।
এদিকে, বন্দে ভারত হাওড়া ছেড়ে বর্ধমান জেলায় প্রবেশ করতেই মশাগ্রাম স্টেশনে বিজেপি সমর্থকদের উন্মাদনা তুঙ্গে ওঠে। রীতিমত রেল লাইনে নেমে পড়ে তাঁরা উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন। রেল পুলিশকে বিজেপি সমর্থকদের এই উন্মাদনা সরাতে রীতিমত হিমসিম খেতে হয়। যার জন্য ট্রেন ছাড়তে একটু দেরীও হয়। অপরদিকে, এদিন বন্দে ভারত বর্ধমান স্টেশনে ঢোকে নির্দিষ্ট সময়ের অনেক দেরীতে। দুপুর প্রায় ১টা ২৮ মিনিট নাগাদ। ২মিনিট দাঁড়ানোর কথা থাকলেও প্রায় ৬ মিনিট পর বর্ধমান স্টেশন থেকে রওনা হয়। বর্ধমান স্টেশন এদিন বন্দে ভারত ঢুকতেই বিজেপি জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সুধীররঞ্জন সাউ-এর নেতৃত্বে বিজেপি সমর্থকরা ট্রেনের চালককে ফুলের মালা এবং ভারতের জাতীয় পতাকা দিয়ে বরণ করে লাড্ডু দেন। বিজেপির মহিলা এসসি, এসটি ও ওবিসি সেলের নেত্রী শুক্লা মন্ডলের নেতৃত্বে মহিলা সমর্থকরা বন্দে ভারত ট্রেনের সামনে স্বস্তিক চিহ্ন এঁকে ফুল দিয়ে বরণ করে নেন।
রেল সূত্রে জানা গেছে, 22301/22302 বন্দে ভারত এক্সপ্রেস আগামী ১ জানুয়ারি থেকে হাওড়া ও নিউ জলপাইগুড়ির মধ্যে সপ্তাহে ৬ দিন চলবে। শুধুমাত্র বুধবার বন্ধ থাকবে এই ট্রেনের পরিষেবা। বাংলার প্রথম এই সেমি-হাইস্পিড ট্রেন মাত্র সাড়ে সাত ঘন্টায় হাওড়া ও নিউ জলপাইগুড়ির মধ্যে প্রায় ৬০০ কিমি দূরত্ব অতিক্রম করবে। মাঝে থামবে শুধু মাত্র বোলপুর, মালদা টাউন এবং বারসোই স্টেশনে। ভোর ৫টা ৫৫ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে এনজেপিগামী বন্দে ভারত এক্সপ্রেস। ৭টা ৪৩ মিনিটে পৌঁছবে বোলপুর স্টেশনে। সেখান থেকে ৭টা ৪৫ মিনিটে ছেড়ে ১০টা ৩২ মিনিটে পৌঁছবে মালদা টাউন স্টেশনে। ১০টা ৩৫ মিনিটে মালদা টাউন স্টেশন থেকে ছেড়ে সকাল ১১টা ৫০ মিনিটে পৌঁছবে বারসোই স্টেশনে। এরপর সেখান থেকে ১১টা ৫২ মিনিটে ছেড়ে দুপুর ১টা ২৫ মিনিটে পৌছবে এনজেপি স্টেশনে। এনজেপি-হাওড়া বন্দে ভারত বিকেল ৩টা ০৫ মিনিটে এনজেপি স্টেশন ছেড়ে রাত ১০টা ৩৫ মিনিটে হাওড়া পৌঁছবে।
22301/Howrah – New Jalpaiguri Vande Bharat Express Time Table
22302/New Jalpaiguri – Howrah Vande Bharat Express Time Table