.

আজ ১৪ ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইন্স ডে। এই ভালবাসার দিনে মনের মানুষের হাতে গোলাপ তুলে দিতে গোলাপ ফুলের চাহিদা থাকে তুঙ্গে। এবছর আবার এদিনই পালিত হচ্ছে শিবরাত্রি। শিবরাত্রিতে আকন্দের ব্যাপক চাহিদা থাকে। তাই ফুল ব্যবসায়ীরা এদিন গোলাপের পাশাপাশি স্টক রেখেছেন যথেষ্ট পরিমাণে আকন্দ। ভাল ব্যবসার আশা রাখছেন ফুল ব্যবসায়ীরা।

Like Us On Facebook