সমগ্র রাজ্যের পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমানেও শুরু হল কোভিড টিকাকরণের ড্রাই রান। পূর্ব বর্ধমানের বর্ধমান মেডিকেল কলেজ, ভাতাড় হাসপাতাল ও বর্ধমান শহরের আলমগঞ্জ ঝুরঝুরেপুল পৌর স্বাস্থ্য কেন্দ্রে হয় এই ড্রাই রান। প্রাথমিক ভাবে এই তিন কেন্দ্রের জন্য ৭৫ জন স্বাস্থ্য কর্মীকে বেছে নেওয়া হয়।সমগ্র পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখলেন জেলাশাসক মহ. এনাউর রহমান ও জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক প্রণব রায়।

জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক প্রণব রায় জানিয়েছেন, চুড়ান্ত পর্যায়ের কোভিড ভ্যাকসিন দেওয়ার আগে সমগ্রিক পরিস্থিতি বুঝে নিতেই এই ড্রাই রান। প্রাথমিক পর্যায়ে জেলার স্বাস্থ্য কর্মীদেরই এই ভ্যাকসিন দেওয়া হবে। সেক্ষেত্রে পূর্ব বর্ধমান জেলায় ৩১ হাজার স্বাস্থ্যকর্মীকে এই ভ্যাকসিন দেওয়া হবে। তার জন্য সমগ্র জেলায় মোট ৪৫ টি কেন্দ্র করা হবে।

পশ্চিম বর্ধমানে দুর্গাপুরের লাউদোহা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রথম পর্যায়ে করোনা টিকাকরণের ড্রাই রান হয় শুক্রবার। এদিন টিকাকরণের মহড়ায় অংশ নেওয়ার জন্য ২৫ জনকে বেছে নেওয়া হয়। পশ্চিম বর্ধমান জেলার স্বাস্থ্য আধিকারিক কেকা মুখোপাধ্যায় জানান, আজ করোনা টিকাকরণের ড্রাই রান হল, আমরা দেখে নিতে চাইছি এই ভ্যাকসিন দিতে গিয়ে কোথাও কোন সমস্যা হচ্ছে কিনা।


Like Us On Facebook