কড়চা কবি গোবিন্দদাসের ৫৫০তম জন্মোৎসবকে ঘিরে রীতিমত সেজে উঠেছে কবির জন্মভিটা বর্ধমানের কাঞ্চননগরের গোবিন্দ ধাম। বর্ধমান পুরসভার কাউন্সিলার খোকন দাস জানিয়েছেন, ৫ থেকে ১৫ মার্চ পর্যন্ত এই গোবিন্দধামে নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সোমবার অনুষ্ঠানের সূচনা হল নবদ্বীপ থেকে আসা চৈতন্য মহাপ্রভুর পাদুকা নিয়ে শোভাযাত্রার মাধ্যমে। অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ।

এদিন কাঞ্চননগরের গোবিন্দ ধাম থেকে শোভাযাত্রা হাজির হয় বর্ধমান টাউন হলে। সেখানে ভক্তদের জন্য বেশ কিছুক্ষণ পাদুকা রাখাও হয়। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাজেপ্রতাপপুর রামকৃষ্ণ মিশনের স্বামীজী অজ্ঞেয়ানন্দজী মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, পুরসভার চেয়ারম্যান স্বরূপ দত্ত প্রমুখ। খোকন দাস জানিয়েছেন, এই ১০দিন ব্যাপী অনুষ্ঠানের বিভিন্ন দিনে থাকছে লীলা কীর্তন, ভাগবত পাঠ, কবিগান, যাত্রাপালা, নাটক, পদাবলী কীর্তন প্রভৃতি।



Like Us On Facebook