বুধবার দুর্গাপুরের পন্ডিত রঘুনাথ মূর্মূ আবাসিক বিদ্যালয়ের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুর শিল্পাঞ্চলে। মৃত ছাত্রের নাম সফিরুল মোল্লা(১৪)। সফিরুল দুর্গাপুর মেনগেটের বাসিন্দা। ফুলঝোড়ের পন্ডিত রঘুনাথ মূর্মূ আবাসিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল সফিরুল। বড়দিনের ছুটিতে গত সপ্তাহে সফিরুল বাড়ি আসে। বুধবার সকালে সফিরুলের বাড়ির লোকজন তাকে ঘরের সিলিং-এ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠায়। সফিরুলের বাবা নিয়ারুল মোল্লা ও মা সাবানা বিবি সফিরুলের মৃত্যুর জন্য স্কুল কর্তৃপক্ষকে দায়ী করলেও স্কুল কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা আসল ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।