.
এক কলেজ ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল বর্ধমানের দেওয়ানদিঘি থানার কামনাড়ায়। বৃহস্পতিবার রাতে বাড়ির পাশে একটি গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তাঁকে উদ্ধার করে দ্রুত বর্ধমান হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, মৃতের নাম কৃষ্ণেন্দু ঘোষ(২১)। বর্ধমান রাজ কলেজের বি.কম তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর পকেট থেকে পুলিশ একটি সুসাইড নোট পেয়েছে। মৃতের পরিবারের লোকজন জানিয়েছেন, কি কারণে কৃষ্ণেন্দু আত্মঘাতী হল তা তাঁদের কাছে স্পষ্ট নয়। মৃতের মোবাইলটি বাজেয়াপ্ত করে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
Like Us On Facebook