পাঁচ মাসের অন্তঃস্বত্বা গৃহবধূকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠলো শ্বশুর বাড়ির বিরুদ্ধে। মৃতার নাম চম্পা সাহা (২৫)। মেয়ের মৃত্যুর খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মায়ের।
এক বছর আগে পূর্ব বর্ধমানের ভাতাড়ের ঝর্ণা কলোনীর তরুণী চম্পার সঙ্গে বিয়ে হয় বর্ধমানের সদরঘাটের শ্মশানপাড়ার বাসিন্দা সন্তোষ সাহার সঙ্গে। বিয়ের সময় যৌতুক হিসাবে তিন ভরি সোনার গহনা দেয় চম্পার বাড়ি থেকে। মৃতার পরিবারের অভিযোগ বিয়ের পর থেকেই টাকার দাবি করতে শুরু করে স্বামী সন্তোষ সাহা। এর মধ্যে শ্বশুরবাড়ির দাবি মত ২০ হাজার টাকা দেয় চম্পার দাদা। তারপরও দাবি করতো ব্যবসা বাড়ানোর জন্য আরও টাকা আনতে হবে। দাবি মত টাকা না পেয়ে নির্যাতন বাড়তে থাকে চম্পার উপর। মাস ছয়েক আগে অত্যাচার সহ্য করতে না পেরে বিষ খায় চম্পা। সন্তোষ লটারীর ব্যবসা করে। অন্যদিকে একমাত্র মেয়ের মৃত্যুর খবর পেয়ে ক্যানসারে আক্রান্ত মা কবিতা গোলদারও হার্ট অ্যাটাকে মারা যায়।