পঞ্চম শ্রেণির এক ছাত্রের আত্মহত্যার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো। কি কারণে আচমকাই ওই শিশুটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল তা নিয়ে রীতিমত রহস্য দানা বেঁধেছে বর্ধমান থানার ফাগুপুর এলাকায়। মৃত ছাত্রের নাম চঞ্চল দুর্লভ (১১)। সে সাঁকো হাইস্কুলে পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল।

মৃত ছাত্রের বাবা বিরুটিকুরি এলাকার বাসিন্দা পেশায় দিনমজুর শ্যামল দুর্লভ জানিয়েছেন, ছোটবেলা থেকেই চঞ্চল ফাগুপুরে মামার বাড়িতেই থাকত। শ্যামলবাবুর এক ছেলে ও এক মেয়ে। চঞ্চলের মামা জয়ন্ত মাজি জানিয়েছেন, সোমবার দুপুর নাগাদ প্রতিবেশী একজন দেখতে পান জয়ন্তবাবুদের বাড়ির চিলেকোঠায় চঞ্চলের ঝুলন্ত দেহ। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পেড্রিয়াটিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। সোমবার গভীর রাতে তার মৃত্যু হয়। তবে কি কারণে এই মৃত্যু সে সম্পর্কে বাড়ির লোকজন কিছুই জানাতে পারেনি। এটি আদৌ আত্মহত্যা নাকি অন্য কিছু তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

Like Us On Facebook