এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বর্ধমান পৌরসভার ২৬ নং ওয়ার্ডের কাজিরহাট এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আপাত নির্জন ওই এলাকায় সাধারণত কেউ যান না। খুব জরুরী কোন কাজে দিনমজুররা মাঝে মধ্যে ওই এলাকায় যান। বুধবার সকালে কয়েকজন দিনমজুর ওই দিকে কাজে যাওয়ার সময় মৃতদেহটি দেখতে পান।
তাঁরা স্থানীয়দের জানালে, বর্ধমান থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কেউ বা কারা মাথায় ইট দিয়ে থেঁতলে যুবককে হত্যা করেছে। যুবকের দেহের পাশে একটি রক্তমাখা ইট পাওয়া গেছে। ওই যুবকের পরিচয় জানতে এবং কি কারণে খুন তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।
Like Us On Facebook