.
গত কয়েকদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে পানাগড় বাইপাসের ম্যাটিক্স সার কারখানা সংলগ্ন আন্ডারপাস। আসানসোল কিংবা দুর্গাপুর থেকে বর্ধমান যাওয়ার প্রধান গুরুত্বপূর্ণ আন্ডারপাস এটি। বর্ধমান যেতে এই আন্ডারপাস ব্যবহার করতে হয় সমস্ত যাত্রীবাহী বাস এবং ভারী যানবাহনকে। আন্ডারপাসের দুই দিকের অবস্থা এতটাই বেহাল যে জায়গায় জায়গায় দেখা দিয়েছে বড় বড় গর্ত। সেই গর্তে বৃষ্টির জমা জলে ট্রাক চালকরা অনুমান করতে পারছেন না গর্তের গভীরতা। ফলে গর্তে ট্রাক সহ ভারী যানবাহন নামলেই অধিকাংশ দিনই ভারী যানবাহন বিকল হয়ে পড়ে থাকছে রাস্তার উপরেই। পানাগড় বাইপাসের ওই আন্ডারপাসের রাস্তা গত কয়েক মাস আগে গর্ত বুজিয়ে মেরামত করা হলেও গত কয়েকদিনের বৃষ্টির ফলে ফের বেহাল হয়ে পড়ায় নিত্যদিন ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে সমস্ত যানবাহনকে। যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা লেগেই রয়েছে।