মোটা অঙ্কের ব্যাঙ্ক ঋণ শোধ করতে না পেরে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। মৃতের নাম সোয়ানুল সেখ। বাড়ি পূর্ব বর্ধমানের বাজেপ্রতাপপুরের মালিরবাগানে। সোয়ানুল পেশায় রিক্সাচালক। বন্ধন ব্যাঙ্ক থেকে ১ লক্ষ টাকা ও একটি বেসরকারি সংস্থা থেকে ৩০ হাজার, মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা লোন ছিল। সপ্তাহে লোনের কিস্তি শোধ করতে গিয়ে কার্যত হিমশিম খাচ্ছিল সোয়ানুল। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তিও হত। সেই কারণেই মানসিক অবসাদে গতকাল সকালে বিষ খায় সোয়ানুল। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়।
Like Us On Facebook