বর্ধমানে রেল লাইনের পাশ থেকে ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজির (ইউআইটি) এক ছাত্রের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। মৃত ছাত্রের নাম হিমাংশু সেনগার। বাড়ি উত্তরপ্রদেশের আলিগড়ে। হিমাংশু বর্ধমান ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজির কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে বর্ধমান স্টেশন থেকে কিছুটা দূরে আসানসোলের দিকে রেল লাইনের পাশে হিমাংশুর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বর্ধমান স্টেশনে জিআরপিকে খবর দেয়। জিআরপি দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। জানা গেছে, শনিবার রাতে এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে ছাত্রাবাসেই নাচ গানে অংশ নেয় হিমাংশু। সকালে তাঁকে ব্যাগ নিয়ে ছাত্রাবাস থেকে বের হতে দেখেন কয়েকজন সহপাঠী। এটা খুন, আত্মহত্যা না দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
Like Us On Facebook