পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের। শনিবার সকালে বর্ধমানের বাঁকুড়া মোড়ের কাছে লরির পিছনে ছোট লরির ধাক্কায় মৃত্যু হল ছোট লরির চালকের। অন্য একটি ঘটনায় টোটোর ধাক্কায় মেমারিতে মৃত্যু হল এক ব্যক্তির।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাঁকুড়া মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি লরির পিছনে ধাক্কা মারে একটি ছোট লরি। এই ঘটনায় গুরুতর জখম হন ছোট লরির চালক অচিন্ত্য নন্দী (৫৪)। তাঁর বাড়ি কাইতি গ্রামে। পুলিশ ও স্থানীয় মানুষজন অচিন্ত্যকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লরি নিয়ে চালক পলাতক।
অন্যদিকে, টোটোর ধাক্কায় প্রাণ হারালেন এক ব্যক্তি। মৃতের নাম অনিল পাল (৫৩)। বাড়ি মেমারি থানার বিজুর গ্রামে। মেমারি বাজারে তাঁর দোকান রয়েছে। শুক্রবার রাত ৯ টা নাগাদ দোকান বন্ধ করে টোটোয় বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে পৌঁছে টোটো থেকে নেমে ভাড়া মেটানোর সময় অন্য একটি টোটো তাঁকে ধাক্কা মারে। অনিল পাল পরে গিয়ে মাথায় চোট পান। মেমারি হাসপাতালে রাত সাড়ে ১১ টায় মৃত্যু হয় তাঁর।