রাজ্যজুড়ে একের পর এক অ্যাসিড আক্রমণের ঘটনার পর অবৈধ অ্যাসিড কারবারিদের কড়া হাতে দমন করার নির্দেশ দেন স্বয়ং মুখ্যমন্ত্রী। গত সপ্তাহেই এবিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বর্ধমানের জেলাশাসক শ্রী অনুরাগ শ্রীবাস্তব। ওই বৈঠকেই ঠিক হয় জেলা জুড়ে অবৈধ অ্যাসিড কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই অনুযায়ী জেলা জুড়ে নজর রাখছিলেন গোয়েন্দারাও। সোমবার গোপনসূত্রে খবর পেয়ে ডিএসপি সিআইডি বর্ধমান জোন দেবজ্যোতি ভৌমিকের নেতৃত্বে অভিযান চালিয়ে নবাবহাটের ১০৮ মন্দির সংলগ্ন রাস্তা থেকে একটি গাড়ি থেকে প্রায় ১০০০ লিটার সালফিউরিক অ্যাসিড উদ্ধার করে। সিআইডি সূত্রে খবর কাটোয়ার পানুহাট থেকে বর্ধমানের বিভিন্ন জায়গায় সরবরাহের জন্য এই অ্যাসিড আনা হচ্ছিল। এই ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বিশ্বজিৎ দত্ত নামে একজনকে গ্রেফতার করেছে সিআইডি। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে কাটোয়ার পানুহাট এলাকা থেকে আরও প্রায় ১০০০ লিটার অ্যাসিড উদ্ধার করে সিআইডি। কোথা থেকে এই অ্যাসিড আসত বা আর কোন কোন জেলায় এই অ্যাসিড যেত এবং কারা কারা এই অবৈধ ব্যবসার সাথে যুক্ত ইত্যাদি খতিয়ে দেখতে মঙ্গলবার সিআইডি কাস্টডি চেয়ে ধৃতকে বর্ধমান কোর্টে তোলা হবে বলে জানা গেছে।
Like Us On Facebook