পূর্ব বর্ধমান জেলার দুটি স্কুলকে ইংরাজি মাধ্যম স্কুলের স্বীকৃতি দিল রাজ্য শিক্ষা দপ্তর। এই দুটি স্কুল হল বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল ও মিউনিসিপ্যাল গার্লস হাইস্কুল। এই ঘটনায় খুশির হাওয়া বর্ধমানের শিক্ষানুরাগী মহলে।
সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেন মাধ্যমিক স্তরের বাংলা মাধ্যম স্কুলগুলিতেও ইংরাজি মাধ্যমে পড়ানো শুরু হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর রাজ্য শিক্ষা দপ্তর গোটা রাজ্যের ২২টি স্কুলকে চিহ্নিত করে। যার মধ্যে পূর্ব বর্ধমান জেলার এই দুটি স্কুল রয়েছে। জানা গেছে, ইতিমধ্যেই রাজ্য শিক্ষা দপ্তর থেকে পূর্ব বর্ধমানের জেলাশাসক ও স্কুল পরিদর্শকের কাছে বার্তা পাঠানো হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, এখনই এই ইংরাজি মাধ্যম স্কুলের জন্য বাড়তি কোনো শিক্ষক নিয়োগ করা হচ্ছে না। যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাঁদের দিয়েই পঞ্চম শ্রেণি থেকেই বাংলার পাশাপাশি ইংরাজি মাধ্যমের কাজ শুরু হচ্ছে চলতি শিক্ষাবর্ষ থেকেই।
এব্যাপারে মিউনিসিপ্যাল হাই স্কুলের প্রধান শিক্ষক শম্ভুনাথ চক্রবর্তী জানিয়েছেন, তাঁরা ইংরাজি মাধ্যম স্কুল পরিচালনার জন্য মনোনীত হয়েছেন বলে চিঠি পেয়েছেন। এব্যাপারে স্কুল পরিচালন সমিতির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে, মিউনিসিপ্যাল গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা শ্রাবণী মল্লিক জানিয়েছেন, এই খবরে তাঁরা অত্যন্ত গর্বিত ও খুশী। বুধবারই স্কুলের প্রার্থনা লাইনে স্কুলের মেয়েদের কাছে এই খুশীর খবর শোনানো হয়েছে। এরপর স্কুল পরিদর্শকের সঙ্গে আলোচনা করেই তাঁরা এগোবেন।