সোমবার কাকভোরে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বিডিও শুভ সিংহরায় অন্যান্য দিনের মত সরকারি প্রকল্পের তদারকি করতে বেড়িয়ে মাধাইগঞ্জের রাস্তায় দু’টি দশ চাকার ওভার লোডেড বালি বোঝাই ট্রাক আটক করেন। বৈধ কাগজপত্র না থাকায় ট্রাক দু’টির চালক ও খালাসিদের পুলিশের হাতে তুলে দেন বিডিও শুভ সিংহরায়।

দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বিডিও শুভ সিংহরায় বর্ধমান ডট কমকে বলেন,”পান্ডবেশ্বরের অজয় ঘাট থেকে অবৈধভাবে বালি তুলে পাচার করছে পাচারকারীরা। এরফলে এলাকায় ভয়ানক বিপর্যয় ঘটে যেতে পারে। একশ্রেণীর বালি মাফিয়া দীর্ঘদিন ধরে এই কাজ করে চলেছে। এরফলে একদিকে যেমন কোটি কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে অন্যদিকে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে।”