.
চাকরি দেওয়ার নাম করে টাকা তুলতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল প্রতারকচক্র। অনেকেই ট্রেনে বাসে হাতেগরম চাকরির বিজ্ঞপ্তি দেখে থাকবেন। একেবারে অফিসার, শিক্ষক থেকে সিভিক ভলান্টিয়ার পর্যন্ত। এমনই বিজ্ঞাপন দেখে কয়েকজন যুবক যুবতী ফোন করেন। প্রতারকচক্রের পান্ডারা চাকরিপ্রার্থীদের বর্ধমানের টাউন হলে দেখা করতে বলেন। জানা গেছে, বিভিন্ন চাকরির রেট বিভিন্ন রকম। ৫০ হাজার থেকে ৬ লাখ টাকা পর্যন্ত। আপাতত প্রথমে দশ হাজার টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে বলা হয়। তখন সন্দেহ হওয়ায় চাকরিপ্রার্থীরা পুলিশে খবর দেন। পুলিশ আসার আগেই অবশ্য দু-চার ঘা উত্তম মধ্যম দেওয়া হয়। একজন প্রতারক পালিয়ে গেলেও দু’জন ধরা পড়ে। ধৃত দু’জনের একজন মহিলা আছেন।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?
Like Us On Facebook