ফাইল চিত্র

.

ফের কচ্ছপ উদ্ধার। বর্ধমান ও মেমারি রেল স্টেশন থেকে প্রচুর সংখ্যক কচ্ছপ উদ্ধার করল জিআরপি। এদিন দুপুর ১২ টা ৪০ নাগাদ ডাউন দুন এক্সপ্রেস বর্ধমান স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে ঢুকলে আগাম খবরের ভিত্তিতে জিআরপি ট্রেনের সাধারণ বগি থেকে ৫ টি বস্তায় ৬৩ টি কচ্ছপ উদ্ধার করে। ট্রেন নির্দিষ্ট সময়ে ছেড়ে বেরিয়ে যাওয়ার পর মেমারি স্টেশনে দাঁড়ালে সেখানে ফের অভিযান চালিয়ে জিআরপি আরও ১৩৮টি কচ্ছপ উদ্ধার করে। যদিও পুলিশ জানিয়েছে, এই কচ্ছপ অবৈধ ভাবে নিয়ে যাওয়ার সাথে যুক্ত কাউকেই খুঁজে পাওয়া যায়নি। মালিকানাহীন অবস্থায় কচ্ছপ ভর্তি ব্যাগগুলি থেকে মোট ২০১ টি কচ্ছপ উদ্ধার করা হয়।

Like Us On Facebook