ফের দামোদরের জলে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হল দুই ছাত্রের। বর্ধমানের রথতলার দমোদরের চরমানায় ঘটে এই দুর্ঘটনা। মৃত দুই ছাত্রের নাম ছোট্টু তুরি(১৪) ও ভিকি শেখ(১৪)। দুজনেই নবম শ্রেণির পড়ুয়া এবং বাড়ি বর্ধমানের ১ নম্বর ওয়ার্ডের বাহির সর্বমঙ্গলা পাড়ায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ১১জন বন্ধু মিলে দামোদরের রথতলার চরমানায় বেড়াতে গিয়েছিল। সেখানে গিয়ে তারা জলে স্নান করতে নামে। দুজন তলিয়ে গেলেও বাকিরা বেঁচে যায়। কিন্তু তারা বাড়ি ফিরে ভয়ে কাউকে কিছু বলেনি। ছোট্টু ও ভিকির পরিবারের লোকজন রাতভর খোঁজাখুজির পর তাদের না পেয়ে সহপাঠীদের চাপ দিতেই তারা দামোদরে বেড়াতে যাওয়ার বিষয়টি বলে। পাশাপাশি তারা জানায় ছোট্টু ও ভিকি জলে তলিয়ে গেছে। এরপর প্রতিবেশীরা চরমানায় গিয়ে নৌকার সাহায্যে দেহ দুটি উদ্ধার করে।

উল্লেখ্য, দামোদরের গর্ভ থেকে মেশিন দিয়ে অবৈজ্ঞানিক ও বেআইনিভাবে বালি তোলায় নদীর বিভিন্ন জায়গায় গভীর গর্ত তৈরি হয়েছে। বর্ষার জলে ভরে উঠেছে দামোদর। এখন দামোদরের কোথায় কতটা গভীরতা সেটা বোঝা যায় না। দামোদরের বিভিন্ন জায়গায় স্নান করতে নেমে কিশোররা ওই সব গভীর গর্তের আশপাশে গিয়ে তলিয়ে যাচ্ছে। দামোদরের তীরবর্তী বিভিন্ন জায়গায় এই ধরণের ঘটনা বারবার ঘটছে।

Like Us On Facebook