কালনার নতুনগ্রামে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হল দুই শিশু। স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সকালে সায়ন শেখ (৬) ও আনসুরা খাতুন (৪) বাড়ির পাশে খেলা করছিল। খেলার সময় একটি বোমাকে বল ভেবে খেলতে গিয়ে আচমকা বোমাটি ফেটে যায়। বোমার আঘাতে দুই শিশু গুরুতর আহত হয়। স্থানীয় মানুষ তাদের কালনা হাসপাতালে ভর্তি করেন। পরে তাদের বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।