বর্ধমান হাওড়া কর্ড লাইনের পাল্লারোড ও চাঁচাই স্টেশনের মাঝে লালপুলের কাছে যুগলের মৃতদেহ উদ্ধার করল রেল পুলিশ। আপ লাইন থেকে দুটি ছিন্ন ভিন্ন দেহ উদ্ধার করে রেল পুলিশ। রেল লাইনের পাশ থেকে দুটি সাইকেল পাওয়া যায়। উদ্ধার হয় একটি স্কুল ব্যাগও।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকাল ১১টা নাগাদ লালপুল এলাকার বাসিন্দারাই দেখতে পান বর্ধমান হাওড়া ডাউন লাইনের মাঝে দুটি অজ্ঞাত পরিচয় মৃতদেহ পড়ে রয়েছে। পুলিশে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
জানা গেছে মৃত যুবকের নাম অর্ঘ্য মণ্ডল (১৮)। বাড়ি মেমারির রসুলপুরে। সে স্থানীয় স্কুলের একাদশ শ্রেণির ছাত্র ছিল। মৃত কিশোরীর নাম দোলা সাঁতরা (১৪)। মেমারির মহেশডাঙ্গা ক্যাম্প এলাকায় তার বাড়ি। সে বৈদ্যডাঙা গার্লস স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। এটি দুর্ঘটনা না আত্মহত্যা পুলিশ তা খতিয়ে দেখছে।
Like Us On Facebook