ট্রেন থেকে উদ্ধার হল দু’বস্তা ভর্তি পচা মাংস। শুক্রবার এই ঘটনায় বর্ধমান-তিনপাহাড় প্যাসেঞ্জার ট্রেন থেকে আটক এক ব্যক্তি। আটক ব্যক্তির নাম মইনুদ্দিন সেখ। বাড়ি বীরভূম জেলায়।
জানা গেছে, এদিন সকালে বর্ধমান-তিনপাহাড় প্যাসেঞ্জার ট্রেনে বীরভূমের লাভপুরের কুশুলিয়া গ্রামের মইনুদ্দিন সেখ দুটি বস্তা নিয়ে যাচ্ছিলেন। ট্রেনটি বর্ধমান স্টেশন ছাড়ার পর যাত্রীরা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে ওঠেন। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে যাত্রীরা দেখেন এক ব্যক্তির কাছে দুটি মুখ বন্ধ বস্তা রয়েছে এবং ওই বস্তা থেকেই দুর্গন্ধ ছড়াচ্ছে। খবর দেওয়া হয় রেল পুলিশকে। গুসকরা স্টেশনে রেল পুলিশ মইনুদ্দিন সেখকে নামিয়ে আটক করে। পচা মাংস কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে রেল পুলিশ।
Like Us On Facebook