গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়ল ইংরেজি অনার্সের ছাত্র সহ দুই যুবক। ধৃত জাহাঙ্গীর আলম (২৫) কোচবিহারের দিনহাটা এলাকার বাসিন্দা এবং লিয়াকত আলি সেখের (২৩) বাড়ি কাটোয়ার গিধগ্রামে। পুলিশ একটি চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করেছে। জানা গেছে, লিয়াকতের বাবা মঙ্গলকোটের গিধগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। নেতাজী মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অনার্সের ছাত্র লিয়াকত। তাঁদের কাছ থেকে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় কুড়মুন স্কুল মোড়ে নাকা চেকিংয়ের সময় একটি মারুতি গাড়িকে দেখে সন্দেহ হওয়ায় দেওয়ানদিঘি থানার পুলিশ সেই গাড়িটিতে তল্লাশি চালায়। গাড়ি থেকে উদ্ধার হয় গাঁজা। ধৃতদের রবিবার বর্ধমান আদালতে তোলা হয়। কোথায় কোথায় পাচার করা হত এই গাঁজা এবং এর সাথে আরও কারা জড়িত তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। রবিবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হলে বিচারক ধৃত জাহাঙ্গীর আলমকে ৫ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। একইসঙ্গে লিয়াকত আলি সেখকে আগামী ৩ জুলাই ফের আদালতে হাজির হবার নির্দেশ দিয়ে তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।