হায়দরাবাদে সোনার দোকানে লুঠের ঘটনায় আসানসোল উত্তর থানা এলাকা থেকে গ্রেফতার হল দুজন৷ ধৃতদের নাম সুনিল মাহাতো ও রচনা সিং৷ ধৃতদের কাছ থেকে নগদ এক লক্ষ টাকা সহ ১৮০০গ্রাম সোনা উদ্ধার হয়৷ পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করে এবং তাদের মোবাইল ট্র্যাক করে আসানসোল উত্তর থানার পুলিশের সহযোগিতায় ধরে দুই দুষ্কৃতীকে৷ শুক্রবার অভিযুক্ত ওই দুজনকে গ্রেফতার করে আসানসোল কোর্টে তোলা হয়৷ ধৃতদের ট্রানজিট রিমাণ্ডে নিয়ে যায় তেলেঙ্গানার সঙ্গারেড্ডি জেলার আমিনপুর থানার পুলিশ।
জানা গেছে, তেলেঙ্গানার সঙ্গারেড্ডি জেলার আমিনপুর এলাকায় একটি সোনার দোকানে ঢুকে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে মালিককে বেঁধে প্রায় ২ কেজি সোনা ও কয়েক লাখ নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছিল ধৃতরা। পুরো ঘটনা সিসিটিভিতে ধরা পড়ে। এরপর সিসিটিভি ফুটেজ দেখে এবং মোবাইল ট্র্যাক করে তেলেঙ্গানা পুলিশ আসানসোল উত্তর থানার পুলিশের সাহায্যে নিয়ে তাদের গ্রেফতার করে।