আরামবাগ শহরে তাণ্ডব চালানের রবিবার সকালে একটি দাঁতাল ঢুকে পড়ে রায়নার মাধবডিহি থানার বুলচন্দ্রপুরে। হাতিটিকে দুটি ঘুমপাড়ানি গুলি ছুড়ে ট্রাঙ্কুলাইজ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে হাতিটি আরামবাগে ঢুকে পড়ে। এমনকি বিকেলের দিকে আরামবাগ শহরে ঢুকে পড়ে রীতিমতো তাণ্ডব চালায়। হাতির তাণ্ডবে বেশ কয়েকজন জখম হন। পাশাপাশি বেশ কয়েকটি গাড়িও ভেঙে দেয় হাতিটি। বনদফতর গতকাল রাতে অভিযান চালিয়ে হাতিটিকে গড়বেতা জঙ্গলের দিকে পাঠাতে চেষ্টা করলেও রাতে হাতিটি পুনরায় ফিরে আসে এবং গোঘাট হয়ে রবিবার সকালে উচালন এলাকা ও পরে বুলচন্দ্রপুরে ঢুকে পড়ে। এরপর হাতিটিকে বনদফতর দুটি ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাগে আনে। বনদফতর সূত্রে জানা গেছে, হাতিটিকে সম্ভবত উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে।
Like Us On Facebook