ফের দুর্ঘটনা বর্ধমানের জাতীয় সড়কে। বুধবার বর্ধমানের উল্লাস মোড়ে একটি সার বোঝাই ট্রাকের পিছনে একটি ছোট ট্রাক ধাক্কা মারলে ছোট ট্রাকের চালকের মৃত্যু হয় এবং ওই ট্রাকের তিন যাত্রী জখম হন। মৃত ট্রাক চালকের নাম রিয়াজউদ্দিন শেখ, বাড়ি মুর্শিদাবাদ। আহতদের ভর্তি করা হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। দুর্ঘটনার পর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। জাতীয় সড়কের একটি দিকে যান চলাচল বেশ কিছুক্ষণ ব্যাহত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মালদহ থেকে পাটের দোলনা নিয়ে ছোট ট্রাকটি খড়্গপুর যাচ্ছিল। ছোট ট্রাকটিতে চালক ছাড়াও তিন জন যাত্রী ছিলেন। ওই তিন জন অসমের ফকিরগঞ্জের বাসিন্দা। বুধবার বেলা ১১ টা নাগাদ উল্লাস মোড়ের ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ছিল সার বোঝাই একটি ট্রাক। ট্রাকটি কলকাতার দিকে যাচ্ছিল। সেই সময় পিছন থেকে একটি ছোট ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সার বোঝাই ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের ফলে ছোট ট্রাকটির স্টিয়ারিং চালকের বুকে বসে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ ট্রাকটির কেবিন কেটে চালককে উদ্ধার করে। পুলিশ ট্রাকের চালক ও তিন যাত্রীকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা চালককে মৃত বলে ঘোষণা করেন। আহতরা বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন।