শুক্রবার সকালে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী-১ ব্লকের ন’পাড়া পেট্রল পাম্পের কাছে। মৃতের নাম মহাবুল শেখ, মন্তেশ্বরের রাইগ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় সবজি বিক্রেতা মহাবুল প্রতিদিনের মত এদিনও পারুলিয়া বাজার থেকে সবজি কিনে ভ্যানো গাড়িতে নবদ্বীপ রোড ধরে আসছিলেন। ন’পাড়া পেট্রল পাম্পের কাছে উল্টোদিক থেকে আসা একটি ট্রাক ভ্যানোটিকে ধাক্কা মারলে ভ্যানো থেকে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মহাবুলের। এই ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাদনঘাট থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। চালক ও খালাসি পলাতক।