সোমবার রাত্রি ৯টা নাগাদ পানাগড় বাইপাশে একটি আম বোঝাই পিক-আপ ভ্যানের টায়ার ফেটে গিয়ে অন্য লেনে ঢুকে পড়ায় সেই লেনের একটি দ্রুত গতি সম্পন্ন লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিক-আপ ভ্যানের খালাসি মারা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রাত ন’টা নাগাদ পসনসগড় বইপাশে একটি আম বোঝাই পিক-আপ ভানের টায়ার ফেটে গেলে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লেনে ঢুকে পড়লে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে পিক-আপ ভ্যানের খালাসির মৃত্যু হয়। ঘটনার পর পিক-আপ ভ্যানের চালক ও লরির চালক-খালাসি ঘটনাস্থল থেকে চম্পট দেয়। বুদবুদ থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনায় ২নম্বর জাতীয় সড়ক বেশ কিছুক্ষণ যানজটের কবলে পড়ে।

Like Us On Facebook