বৃহস্পতিবার কালনার ইন্দিরা মার্কেটের সামনে এসটিকেকে রোডে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল ৬ বছরের বালিকার। মৃতার নাম দেবিকা দাস, বাড়ি কালনা শহরের বারুইপাড়া এলাকায়। এই ঘটনায় দেবিকার বাবা জয়দেব দাসও আহত হন। এর পর উত্তেজিত জনতা এসটিকেকে রোড অবরোধ করে। পুলিশ অবরোধ তুলতে গেলে জনতা-পুলিশ খন্ডযুদ্ধ বাধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জয়দেব দাসের একটি দোকান রয়েছে এসটিকেকে রোডের পাশে। বৃহস্পতিবার সকালে মেয়ে দেবিকা মায়ের সঙ্গে জয়দেব বাবুর জন্য খাবার নিয়ে আসে দোকানে। জয়দেব বাবু মেয়েকে নিয়ে রাস্তা পেরিয়ে উল্টো দিকের একটি দোকানে যেতে গেলে একটি দশ চাকার ট্রাক পিছন থেকে এসে ধাক্কা মারে তাদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় দেবিকার। জয়দেব বাবু ছিটকে পড়েন এবং তিনিও গুরুতর জখম হন।

এই ঘটনার পর স্থানীয় মানুষজন উত্তেজিত হয়ে ট্রাকটিতে ভাঙচুর চালায় এবং এসটিকেকে রোড অবরোধ করে। পুলিশ এসে অবরোধ হটাতে গেলে জনতার সঙ্গে খন্ডযুদ্ধ বাধে। পরে বিশাল পুলিশ বাহিনী এসে এসটিকেকে রোড অবরোধ মুক্ত করে। পুলিশ শিশুটির দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ট্রাকটিকে পুলিশ আটক করেছে। চালক পলাতক।

Like Us On Facebook