শুক্রবার সাত সকালে বাস দুর্ঘটনায় মৃত ১, আহত ৩৫। ঘটনাটি ঘটেছে ২ নম্বর জাতীয় সড়কে বর্ধমানের ফাগুপুরের কাছে চাণ্ডুল বাস স্টপেজে। মৃতের নাম সিরাজুল মন্ডল (৫১)। বাড়ি গলসির ভারিচা গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে একটি বেসরকারি যাত্রী বোঝাই বাস গলসির গোহগ্রাম থেকে বর্ধমান আসার পথে চাণ্ডুল বাস স্টপেজে যাত্রী তোলার জন্য দাঁড়ালে পিছন থেকে একটি ট্রাক বাসটিকে ধাক্কা মারে। এর ফলে বাসটি রাস্তার পাশে নয়ানজুলিতে উল্টে যায়। বাসের নীচে বেশ কয়েকজন যাত্রী চাপা পড়ে যায়। যাত্রীদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধারে হাত লাগান।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও র‌্যাফ। আহতদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। গুরুতর জখম সিরাজুল মণ্ডলকে বর্ধমান হাসপাতাল থেকে কলকাতা নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। আহত ৩৫ জনকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আঘাত বেশি হওয়ায় ৮ জন যাত্রী বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘাতক ট্রাটিকে পুলিশ আটক করলেও চালক ও খালাসি পলাতক। ট্রাকটি দুর্গাপুর থেকে কলকাতার দিকে যাচ্ছিল।




Like Us On Facebook