বাঁশ বোঝাই গরুর গাড়ির পছনে ছোট ট্রাকের ধাক্কা। মারা গেলেন গরুর গাড়ির চালক। মৃতের নাম বুধন দাস (৫৪)। বাড়ি খণ্ডঘোষের সালুন গ্রামে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে খণ্ডঘোষের দইচাঁদা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন ভোরে খণ্ডঘোষের সালুন গ্রাম থেকে গরুর গাড়িতে বাঁশ বোঝাই করে বর্ধমানের তেলিপুকুরে আসছিলেন বুধন দাস। পথে দইচাঁদার কাছে পিছন থেকে একটি ছোট ট্রাক গরুর গাড়িটিকে ধাক্কা মারলে বাঁশে চাপা পড়েন বুধনবাবু। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

Like Us On Facebook