রাজ্যে সম্পূর্ণ লকডাউনের দিন বর্ধমানে জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ২ বাইক আরোহী ও জখম ১ বাইক আরোহী। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে বর্ধমানের ২ নং জাতীয় সড়কের মেটাল ডিভিসি এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম সেখ রহমত(৩৭), সেখ পিন্টার (২৭) ও আহত যুবকের নাম সেখ সানি (৩০)। তিন জনেরই বাড়ি বর্ধমানের খাগড়াগড় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ বর্ধমান থেকে দুর্গাপুর অভিমুখে একটি মোটর বাইকে করে তিন বন্ধু যাচ্ছিলেন। সেই সময় মেটাল ডিভিসি কাছে একটি ট্রাক তাদের পিছন থেকে ধাক্কা মারলে ঘটনাটি ঘটে। ট্রাকের ধাক্কায় সেখ সানি ছিটকে দূরে পড়ে যান এবং অন্য দুই বন্ধু ট্রাকের চাকার নীচে পড়ে গেলে ট্রাকটি তাঁদের পিষে দিয়ে চলে যায়। ঘটনার পরে বর্ধমানের খাগড়াগড় এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। যদিও চালক পলাতক।

Like Us On Facebook