পূর্ব বর্ধমান জেলার ভাতাড় ব্লকের বেলেন্ডা বাসস্ট্যান্ডের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সহ দু’জনের। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত দু’জনের নাম রাজু কোঁড়া (২১) ও মাখন কোঁড়া (১৭)। দু’জনেই বেলেন্ডা গ্রামের বাসিন্দা।

জানা গেছে, মাখন কোঁড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল, তিনি বলরামপুরের একটি মিশনের ছাত্র ছিলেন। এদিন মাখন কোঁড়া মামাতো ভাই রাজু কোঁড়ার সঙ্গে ভাতাড় বাজার যাবে বলে বাড়ি থেকে মোটরবাইক নিয়ে বের হয়েছিলেন। বেলেন্ডা গ্রামের বাসস্ট্যান্ডের কাছে বর্ধমান-কাটোয়া রোডে কাটোয়া থেকে বর্ধমান অভিমুখে যাওয়া একটি দশ চাকা ট্রাক তাঁদের দুজনকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজু কোঁড়ার। স্থানীয়রা তড়িঘড়ি তাঁদেরকে উদ্ধার করে ভাতাড় হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। এই খবর গ্রামে আসা মাত্রই শোকের ছায়া নেমে আসে বেলেন্ডা গ্রামে। ভাতাড় থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। ঘাতক ট্রাকটাকে আটক করেছে ভাতাড় থানার পুলিশ।

Like Us On Facebook