কুখ্যাত দুষ্কৃতি মহম্মদ আমিরকে গ্রেফতার করে সিআইডির বিশেষ টিম বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করল। সিআইডি সূত্রে জানা গেছে ১৮ ফেব্রুয়ারি দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার একটি বেসরকারি কারখানা থেকে বের হয়ে টিএমটি রড বোঝাই একটি ট্রাক রহস্যজনক ভাবে মাঝ রাস্তা থেকে উধাও হয়ে যায়। টিএমটি বোঝাই ট্রাকটি যাওয়ার কথা ছিল পূর্ব মেদিনীপুরের রামনগরে। এই মর্মে নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করে কারখানা কর্তৃপক্ষ। এরপরেই পুলিশ তদন্ত ভার সিআইডিকে দেয়।

জানা গেছে, একটি বেসরকারি ট্রান্সপোর্ট এজেন্সির মাধ্যমে প্রায় এগারো লক্ষ টাকার এই রড যাচ্ছিল রামনগরের উদ্দেশ্যে। জানা গেছে, বহু মূল্যের টিএমটি বোঝাই ট্রাকটিকে বিক্রি করে দিয়ে উধাও হয়ে যায় মহম্মদ আমির নামে দুষ্কৃতি। তদন্তে নেমে রাজ্য পুলিশের সিআইডি হলদিয়া থেকে গ্রেফতার করল এই মহম্মদ আমিরকে। মোরাম নামে একটি গ্রামে লুকিয়ে ছিল এই দুষ্কৃতি মহম্মদ আমির বলে জানা গেছে।

গোপন সূত্রে খবর পেয়ে সিআইডির পশ্চিম বর্ধমানের ডিএসপি কৌশিক ঘোষের নেতৃত্বে চার সদস্যর দল হলদিয়ার মোরাম গ্রাম থেকে গ্রেফতার করে মহম্মদ আমিরকে। বৃহস্পতিবার হলদিয়া থেকে দুর্গাপুর সিআইডি অফিসে আনা হয় অভিযুক্তকে, চলে দফায় দফায় জেরা, চক্রের সঙ্গে অন্যদের ধরার চেষ্টা চলছে বলে জানা গেছে। গোটা দলটিকে ধরতে কুখ্যাত দুষ্কৃতি মহম্মদ আমিরকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে চায় সিআইডি। বৃহস্পতিবার সেই উদ্দেশ্যে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় অভিযুক্তকে।

Like Us On Facebook