ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল বাইক আরোহী স্বামী-স্ত্রীর। ঘটনাটি ঘটেছে বর্ধমান-আরামবাগ রোডের বাঁকুড়া মোড়ের কাছে রিলায়েন্স পেট্রল পাম্পের সামনে। মৃতদের নাম সুব্রত মাঝি (৪৬) ও সাবিত্রী মাঝি (৩৮)। বাড়ি বর্ধমানের নবস্থা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল সাড়ে আটটা নাগাদ বাঁকুড়া মোড়ের কাছে রিলায়েন্স পেট্রল পাম্পের সামনে সুব্রতবাবুর বাইকের সঙ্গে অন্য একটি বাইকের সংঘর্ষ হলে দুটি বাইকের আরোহীরা রাস্তায় পড়ে যান। সুব্রত মাঝি ও সাবিত্রী মাঝি বাইক থেকে ছিটকে রাস্তার মাঝে পড়ে গেলে পিছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাঁদের পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুব্রত মাঝি ও সাবিত্রী মাঝির। ঘটনায় অপর বাইকের এক আরোহীও আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়না থানার পুলিশ। পুলিশ আহতকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যায় এবং মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান হাসপাতাল মর্গে পাঠায়। জানা গেছে, এদিন সকালে সুব্রত ও সাবিত্রী মাঝি নবস্থা গ্রাম থেকে কামারপুকুর-জয়রামবাটি যাচ্ছিলেন। যাওয়ার পথেই ঘটে এই দুর্ঘটনা।

Like Us On Facebook