বেপরোয়া ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল বর্ধমান থানার বীরপুরে। মৃত ছাত্রীর নাম মোসিনা খাতুন (৭)। স্থানীয় বীরপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। উত্তেজিত জনতা ঘাতক ট্রাকে আগুন লাগিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে আটকে রেখে মৃতদেহ রাস্তায় ফেলে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। নির্দিষ্ট সময়ে গাড়ি চলাচল ও স্প্রীড বেকারের দাবিতে পথ অবরোধও করেন স্থানীয়রা। কার্যত নিরুপায় হয়ে পড়ে পুলিশ। পরে দেওয়ানদিঘি ও বর্ধমান থানা থেকে বিশাল পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে একটি দ্রুত গতির ট্রাক অন্য একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ওই ছাত্রীকে ধাক্কা দেয় এরপর সে পড়ে গেলে তাকে পিষে দিয়ে ট্রাকটি পালাতে গেলে স্থানীয়রা তাড়া করে ট্রাকটিকে আটকায়। বিপদ বুঝে চালক ও খালাসি পালিয়ে যায়। উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয়। দেহ রাস্তায় রেখে শুরু হয় অবরোধ।
স্থানীয়রা বলেন,’ বর্ধমান-কাটোয়া ও বর্ধমান-সিউড়ি রোডের এই গুরুত্বপূর্ণ লিঙ্ক রোড দিয়ে প্রতিদিন প্রচুর বালি, পাথর ও ধান বোঝাই গাড়ি যাতায়াত করে। পুলিশের নজরদারি এড়িয়ে পালাতে গিয়ে এইসব গাড়িগুলি প্রায়ই দুর্ঘটনা ঘটায়। আজও পুলিশ থেকে বাঁচতেই দ্রুতগতিতে গাড়ি নিয়ে পালানোর সময় ঘটে ঘটনাটি।’