শনিবার সকালে একটি ট্রাক ও মোটর ভ্যানের সংঘর্ষে মৃত ২ ও আহত অন্তত ৮। ঘটনাটি ঘটেছে কাটোয়ায় কৈচর রোডের কৈথন গ্রামের কাছে। আহতদের উদ্ধার করে কাটোয়া হাসপাতালে ভর্তি করা হয়। মৃতদের নাম জিয়ারুল শেখ (২৫) ও ভোম্বল শেখ (২২)। দু’জনেই কৈথন গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে একটি মোটর ভ্যানে করে ১০-১২ জন রাজমিস্ত্রী ঢালাইয়ের কাজের জন্য যাচ্ছিলেন। সকাল সাতটা নাগাদ কৈচর রোডে কৈথন গ্রামের কাছে উল্টো দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে রাজমিস্ত্রীদের মোটর ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এর ফলে ভ্যানের আরোহীদের মধ্যে দু’জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকিরা গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কাটোয়া হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠায়। খবর পেয়ে মৃতদের আত্মীয় পরিজনরা ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিপূরণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। পুলিশ তাদের আশ্বস্ত করে অবরোধ তুলে দেয়।