জাতীয় সড়কে একটি স্কুল বাসকে বাঁচাতে গিয়ে অন্য একটি যাত্রী বোঝাই বাসে ধাক্কা মেরে উল্টে গেল একটি কয়লা বোঝাই ট্রাক। ঘটনাটি ঘটেছে শক্তিগড়ের আমড়ায়। এই ঘটনায় ১০ জন আহত হয়। তাঁদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে জাতীয় সড়কে আমড়া এলাকায় একটি স্কুল বাস আচমকাই ইউ টার্ন নেয়। পিছনে আসা একটি কয়লা বোঝাই ট্রাক স্কুল বাসটিকে বাঁচাতে গিয়ে পাশের লেন দিয়ে যাওয়া বর্ধমান-খাঁড়গ্রাম রুটের একটি যাত্রী বোঝাই বাসকে ধাক্কা মেরে উল্টে যায়। ধাক্কা খেয়ে যাত্রীবাহী বাসটি আরও একটি বাইক ও চারচাকা গাড়িকে ধাক্কা মেরে রাস্তার পাশের একটি গাছে আটকে যায়। এই ঘটনায় ট্রাকের চালক ও ৯ জন বাসযাত্রী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শক্তিগড় থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে পাঠায়।