জাতীয় সড়কে বাইককে বাঁচাতে গিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে আগুন ধরে গেল একটি ট্রাকে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় ২ নম্বর জাতীয় সড়কে বর্ধমানের নলা কাটিংয়ের কাছে। ঘটনার পর প্রায় এক ঘন্টা জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যা ৬টা নাগাদ ২ নং জাতীয় সড়কে বর্ধমানের নলা কাটিংয়ের কাছে একটি বাইককে বাঁচাতে গিয়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারলে ট্রাকটিতে আগুন ধরে যায়। ট্রাকের চালাক বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে জ্বলন্ত ট্রাকটিকে কোনরকমে নিয়ে গিয়ে পাশের নয়ানজুলিতে নামিয়ে দেয়। দাউ দাউ করে জ্বলতে থাকে ট্রাকটি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও দমকল। দমকলের একটি ইঙ্জিন এসে আগুন আয়ত্তে আনে। দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল ব্যহত হয়। পরে ট্রাকটির আগুন নিভিয়ে পুলিশ ট্রাকটিকে সরিয়ে নিয়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। ট্রাকটির চালক ও খালাসি পলাতক।

Like Us On Facebook