পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার বর্ধমানের নবাবহাট মোড়ে। বালি বোঝাই ট্রাকের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু এবং জখম বাবা। ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাফিক ক্যাম্প ও ট্রাফিক সিগন্যাল ভাঙচুর করে। বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে ২ নম্বর জাতীয় সড়ক। বিশাল পুলশ বাহনী ও র্যাফ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির সামাল দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টা নাগাদ নবাবহাট মোড়ের কাছে একটি বালি বোঝাই ট্রাক একটি বাইকে ধাক্কা মারলে তিন বাইক আরোহী গুরুতর জখম হন। আহতদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মা ও ছেলের মৃত্যু হয়। বাবাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
জানা গেছে, এদিন খন্ডঘোষের ওয়ানিয়া গ্রাম থেকে কার্তিক ঘোষ স্ত্রী পর্ণা ঘোষ(২৮) ও পুত্র বর্ষণ ঘোষ(১০)-কে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ নবাবহাট মোড়ে একটি বালির গাড়ির সঙ্গে তাঁদের বাইকের সংঘর্ষ হয়। ঘটনায় পর্ণা ঘোষ(২৮) ও বর্ষণ ঘোষ(১০) মারা যায়।
এদিকে, এই ঘটনার পর স্থানীয় মানুষ উত্তেজিত হয়ে নবাবহাটের পুলিশ ক্যাম্প ও ট্রাফিক সিগন্যাল ভাঙচুর করে বলে অভিযোগ। এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির সামাল দেয়। স্থানীয় মানুষজনের অভিযোগ, সিভিক পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে বালির গাড়িটি বাইকে ধাক্কা মেরে পালিয়ে যায়।